নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম, কলেজ গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন চৌধুরী, তরুণ শিক্ষানুরাগি কলিম উদ্দিন কলি, সাবেক ছাত্রনেতা আমির উদ্দিন বুলবুল ও ছাত্রনেতা আকিত হোসেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজ গভর্নিং বডির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে রকমারি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
0 comments: