নিজস্ব প্রতিবেদক :
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিবৃন্দ ১৩জন হাফেজকে পাগড়ি তথা দস্তারবন্দী করেন।
ফাঁসিয়াখালী আল বালাগুল মুবিন মাদরাসার পরিচালক মুফতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর সওদাগর।
এসময় বানিয়ারচর মাদরাসার প্রধান পরিচালক ক্বারী নূরুস সুলতান, মুফতি শহিদুল্লাহ, মাওলানা একেএম এরশাদ উল্লাহ, মাদরাসার পরিচালক এইচ.এম ফজলুল করিম, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা উমর ফারুখ ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা, ক্বারী মনির উদ্দিন, দৈনিক বিজয় বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি মো. আরফাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০২৪ সালের ১৩জন হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীরা হলেন- হাফেজ মুহাম্মদ আবু ছৈয়দ, হাফেজ মুহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আব্দুল মজিদ, হাফেজ মুহাম্মদ সাইফুল্লাহ খালেদ সোহাইল, হাফেজ মুহাম্মদ আশরাফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ ইমতিয়াজ, হাফেজ মুহাম্মদ জাওয়াদ আফনান, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহিদ, হাফেজ মুহাম্মদ ফয়েজ উল্লাহ, হাফেজ মুহাম্মদ আব্দুল জলিল, হাফেজ মুহাম্মদ উমর ফারুখ, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম ও হাফেজ মুহাম্মদ আসিফ।
0 comments: