নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা আয়োজিত আন্ত: থানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে।
খেলায় শিশু ক্রিকেট একাদশ চকরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাতামুহুরী ক্রিকেট একাদশ। খেলা শেষে জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল মজিদ আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুছা ইবনে হোসাইন বিপ্লবের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. মিজবাহুল করিম।
তিনি বলেন, অপসংস্কৃতির সয়লাব থেকে ছাত্রসমাজকে ভালোর পথে আকৃষ্ট করার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে ইসলামী ছাত্রশিবির খেলাধুলা, বক্তৃতা, বিতর্ক, নৌকা ভ্রমণ, সাইকেলিংসহ নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই তারই ধারাবাহিকতায় আদর্শ ও চরিত্রবান নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরিতে ছাত্রশিবির আয়োজিত এ ধরনের ক্রীড়া চর্চার বিকল্প নেই।
পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ টাকাসহ রকমারি পুরস্কার তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুর, শরিফুল আমিন ও সাবেক ছাত্রনেতা আসহাব উদ্দিন।
0 comments: