অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের কমিটি গঠন

পরিচালক মিনার : সহকারী পরিচালক শাহনেওয়াজ ও সাইদুল 

নিজস্ব প্রতিবেদক: পর্যটন শহর কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের ২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরী সভায় শিশু, কিশোর, সিনিয়র শিল্পী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে অনির্বাণের ভাইস চেয়ারম্যান কবি সালমান নূরী এ কমিটি ঘোষণা করেন। 

এতে শিল্পী মিনার উদ্দিনকে পরিচালক এবং শিল্পী মো. শাহ নেওয়াজ ও শিল্পী সাইদুল ইসলামকে সহকারী পরিচালক করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন ঢাকা সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী ইকবাল হাসান এবং দৈনিক সাঙ্গুর কক্সবাজার প্রতিনিধি ও সিবিএন’র বার্তা সম্পাদক সাংবাদিক ইমাম খাইর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোররা হলো ফুলের মতো, এই ফুলগুলো আগামীতে সুগন্ধি ছড়াবে, সুস্থ সংস্কৃতির মধ্যদিয়ে। পাড়া-মহল্লায় বা সমাজে এবং সর্বোপরি দেশের কল্যাণে এরাই তৈরী হবে বলে আশা করা যায়। তাই অশ্লীলতা থেকে প্রজন্মকে ফিরিয়ে আনার জন্য নৈতিকতা সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।  এই অনির্বাণ নৈতিকতা যুক্ত  সুস্থ সংস্কৃতির বীজ বপন করতে চাই সকলের মনের কোণায়। 

এসময় অভিভাবকদের উদ্দেশ্য বক্তারা বলেন, আল্লাহ রাসূল (স.) কবি ও শিল্পীদেরকে অনেক বেশি ভালোবাসতেন। নিঃসন্দেহে আপনারা যদি এই সুস্থ সংস্কৃতির সাথে আপনার ছেলে মেয়েকে নিয়মিত চর্চায় রাখতে পারেন তাহলে আপনারা দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তি লাভ করতে পারবেন। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: