চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ মাদরাসা প্রাঙ্গণে এবং মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা কাইছার ও গভর্নিং বডির সদস্য রিদওয়ানুল হক সজিব।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, সহকারী অধ্যাপক মাওলানা জমির উদ্দীন, মাওলানা কফিল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা জালাল উদ্দীন, ইংরেজি প্রভাষক মো. আলমগীর, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহমুদুল হক, মাস্টার এহছানুল হক, মাওলানা আবদুল লতিফ, ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন, মাওলানা ইয়াকুবসহ মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রোববার ১১ ফেব্রুয়ারি ২০২৪সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে মাদরাসা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ক্বেরাত, হামদ-নাত, নির্ধারিত বক্তৃতা, যেমন খুশি তেমন সাজসহ ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্ত প্রতিযোগি হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
0 comments: