নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভার যুবদলের উদ্যোগে পৌরশহরের বিভিন্নস্থানে পথচারি ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১১জানুয়ারি বিকালে সদ্য সমাপ্ত প্রহসনের ডামী নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটদান থেকে বিরত থাকায় ধন্যবাদ জানিয়ে এ লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দ।
এতে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান।
পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মনোহর আলমের সার্বিক পরিচালনায় এ কার্যক্রমে পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে যুবদল সভাপতি শহিদুল ইসলাম ফোরকান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে। দলটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। তিনি আগামীতেও ডামি ভোট বর্জনের মতো যে কোন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে মুক্তিকামী মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান।
0 comments: