নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর নেতৃেেত্ব সভার প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ ইবরাহিমকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বরণ করা হয়।
এসময় চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপুসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং আইন শৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
0 comments: