ইউসুফ বিন হোছাইন, প্রতিনিধি (চকরিয়া) কক্সবাজার:
কক্সবাজার জেলার চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তামজিদ হোসেন (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভা ২ নম্বর ওয়ার্ড গ্রামার হাই স্কুলের পাশে গিয়াস উদ্দীনের মালিকানাধীন মাল্টিমিডিয়া কমপ্লেক্স ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নির্মাণ শ্রমিক ভবনের ছাদে কাজ করছিল। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
0 comments: