নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরস্থ মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) ২০২৪ নতুন শিক্ষাবর্ষে সবক প্রদান অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩জানুয়ারি) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ আবদুর রউফ মনছুরের সভাপতিত্বে সবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদারাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ মাওলানা আ.ক.ম ছাদেক। তিনি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদান করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগি মো. ইলিয়াছ সাঈদী, মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মুহাম্মদ মহসিন উদ্দিন মিঠু ও কোষাধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ।
আলোচক হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা তৌহিদুল ইসলাম, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা মুহাম্মদ মহসিন ও হাফেজ মাওলানা তানভীর আলম।
এসময় শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: