চকরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চকরিয়া শাখাধীন পৌরশহরের জনতা শপিং সেন্টারের নীচ তলায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল দশটায় ব্যাংকটির ১৩৪ তম এটিএম বুথের উদ্বোধন করা হয়।
চকরিয়া শাখার ম্যানেজার এফএভিপি মো. মিজানুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক)।
এতে উদ্বোধক ছিলেন আওয়ামী তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, জনতা শপিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও এনএএন টিভির ডিরেক্টর এমডি জাফর আলম কোম্পানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাওলানা মনসুর আলম কোম্পানি, ব্যাংকটির চট্টগ্রাম জোনের জোনাল হেড ডিএমডি রাশেদ সরওয়ার ও জুবিলী রোড শাখার ম্যানেজার ইভিপি এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের।
এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন শাখার ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ জানান, গ্রাহকগণ এই এটিএম বুথের মাধ্যমে কোনধরনের বিঘ্ন ছাড়া সার্বক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: