নিজস্ব প্রতিবেদক :
মৃত্যুকালে ৬ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন আসরের নামাযের পর পৌর এলাকার পালাকাটা হাসেম মাস্টারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের জামাতা মাওলানা মোহাম্মদ জকরিয়া।
নামাযে জানাযায় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, জামায়াত নেতা মোহাম্মদ নূরুন্নবী, ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মাওলানা এইচ.এম এহসানুল হক, চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম, চকরিয়া প্রবাসী ইউনিয়নের সাবেক কর্মকর্তা মো. আবদুল হামিদ, নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জামায়াত নেতা নাজেম উদ্দিনের শতবর্ষী পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবির। তিনি শোক বিবৃতিতে মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: