নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে চেয়ারম্যানপাড়ায় আলী আহমদ ও চান্দু আরা চ্যারিটি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত মামা-ভাগিনা মডেল নূরানী মাদরাসা ও এতিমখানায় সোমবার (১জানুয়ারি) নতুন বছরের নতুন বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট আলেমেদ্বীন মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর মো. মুজিবুল হক মুজিব।
তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় মাদরাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
0 comments: