নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কোরক বিদ্যাপীঠে উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
সোমবার (২৯জানুয়ারি) অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম আকাশে বর্ণিল বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদেরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, নুরুল মুক্তাদির লিটন, সাংবাদিক মনছুর আলম রানা, মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: