নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ে ২০২৪ নতুন শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার (১জানুয়ারি) দুপুর ১২টায় এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ওসমান গণির সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক হাফিজ হক ও সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মুর্শিদা বেগম, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ ও ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামসুল হক।
এসময় বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদা মানিক, বিশিষ্ট শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক মো. দেলোয়ার, সাবেক হেডম্যান জহির আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।
0 comments: