চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেছে নেতাকর্মীরা। শনিবার (৯ডিসেম্বর) সকালে মিছিলটি উপজেলার বরইতলী গরুবাজার স্টেশন এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আবদুল্লাহ আল মামুর।

এতে শ্রমিক নেতা শরিফুল আমিনসহ জামায়াত-শিবির এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বতঃস্ফূর্ত জনসাধারণ অংশগ্রহণ করে। 

সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ সকল নেতাকর্মী, আলেম-ওলামার মুক্তি, অবৈধ তফসিল বাতিল, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: