নিজস্ব প্রতিবেদক :
ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় নামাযে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, স্থানীয় বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ হাাফেজ মাওলানা নুরুল মোস্তফা, মরহুমের মেজোভাই মো. জামাল উদ্দিন ও মরহুমের বড় ছেলে আসমান সিদ্দিকী মনি।
বিশাল নামাযে জানাযায় উপস্থিত ছিলেন চুনতী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নাঈম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্য্যাপক চৌধুরী মুহাম্মদ আজম, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চকরিয়া এশিয়ান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. শামশুল আলম, ওলামা মাশায়েখ নেতা মাওলানা জামাল হোছাইন নূরী, চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. সরওয়ার কামাল, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জামায়াত নেতা নাছির উদ্দিন (৫৫) রোববার সকাল ১০টার দিকে চকরিয়া পৌর এলাকার ফুলতলা দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ৪-৫ বছর ধরে প্যারালাইসিস হয়ে বাড়িতে অবস্থানকালীন কিডনী জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে জামায়াত নাছির উদ্দিনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবির। তিনি শোক বিবৃতিতে বলেন, নাছির উদ্দিন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: