বিশেষ প্রতিবেদক :
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা-২৩ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আবৃত্তিতে বরিশাল বিভাগ চ্যম্পিয়ন কৃতি শিল্পী মারজুক মিরহান। সে ভোলা আদর্শ একাডেমি’র ৩য় শ্রেণির শিক্ষার্থী।
গত (২৫ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে সসাসের পরিচালনায় ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদে শিল্পী মারজুক মিরহান বিভাগ চ্যাম্পিয়ন হয়। এরই মধ্যদিয়ে ভোলা জেলার মারজুক এককভাবে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে।
প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভাগ চ্যাম্পিয়ন মারজুক মিরহানের হাতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদপত্রসহ ক্রেস্ট তুলে দেন দেশের বরেণ্য শিল্পী গোলাম মাওলাসহ উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, মারজুক মিহরান এরআগে একই ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেয়।
0 comments: