নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একাধিক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩।
বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকাল ১০টায় সাঙ্গু সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম নাসিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিও পালন করা হয়।
0 comments: