নিজস্ব প্রতিবেদক :
বিশাল জানাযাপূর্ব সমাবেশে মরহুম মাওলানার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার শায়খুল হাদীস বরেণ্য শিক্ষাবিদ মাওলানা মকছুদ আহমদ, গারাঙ্গিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ শাহে আলম, শিলখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোসাইন, পহরচাঁদা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ আনসারী, ফাঁসিয়াখালী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিছবাহ উদ্দিন, পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে বরইতলী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও কনিষ্ঠ ছেলে চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন।
এসময় চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, চুনতী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু নাঈম আজাদ, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, কৈয়ারবিল ইইপি’র সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিনসহ বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বস্তরের শোহাহত জনতার অংশগ্রহণে বিশাল নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুম মাওলানার লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, পেকুয়ার বর্ষিয়ান আলেমেদ্বীন বরেণ্য শিক্ষাবিদ মাওলানা বশির আহমদ (৯১) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (৯ডিসেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত দুইমাস আগে মরহুমের সহধর্মীনিও ইন্তিকাল করেন। মৃত্যুকালে মাওলানা বশির আহমদ দম্পতি ৩ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা বশির আহমমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক সন্তপ্ত পরিবারের প্রতিবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: