চকরিয়া আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার সাহারবিল মাইজঘোনাস্থ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের আয়োজনে নতুন কারিকুলাম অবলম্বনে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান। বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালক মাওলানা মোজাম্মেলুল হক, পরিচালক মাস্টার আবদুল খালেক, পরিচালক মো. মিজবাউল হক, বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, সালাহউদ্দিন কাদের ও শিক্ষিকা নুসরাত জাহান মণি। 

এছাড়া অভিভাবকদের পক্ষে সন্তানদের লেখাপড়াার উন্নতি-অবনতি ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মো. হোসাইনুজ্জামান, সাইফুল ইসলাম, হায়দার আলীসহ বেশকজন অভিভাবক-অভিভাবিকা।

সভায় সকলের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ সামগ্রিকভাবে গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারা অব্যাহত রাখতে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকেরা ঐক্যমত পোষণ করেন। 

উল্লেখ্য, আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত আবাসিক-অনাবাসিক ভর্তি কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। নতুন শিক্ষাবর্ষ ২০২৪সালের ১জানুয়ারি আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেন। তাছাড়া সার্বিকভাবে জানতে প্রধান শিক্ষক কার্যালয়ে (০১৮৪২৯৬৯৬৯৬/ ০১৮৮৭৯৩৯১৯৯) যোগাযোগের জন্য অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: