আলিম ফলাফলে ৫জন জিপিএ-৫সহ চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সাফল্য

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার আলিম ফলপ্রার্থীরা ৫জন জিপিএ-৫সহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। রোববার (২৬ নভেম্বর) মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকা হতে ২০২৩সালের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে পরীক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে এ সফলতা লাভ করে। 

মাদরাসা সূত্রে জানা গেছে, আলিম পাবলিক পরীক্ষায় চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে ৪জন এবং সাধারণ বিভাগ থেকে ১৪০জনসহ ১৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১জন এবং সাধারণ বিভাগ থেকে ৪জন জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৪৩জন। যার পাশের হার ৯৯.৩১।


এদিকে আলিমের ফলাফলে ফলপ্রাপ্তরা অভাবনীয় সাফল্য অর্জন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান। তিনি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: