নিজস্ব প্রতিবেদক :
“ইঁদুরের দিন শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইঁদুর নিধন অভিযান-২০২৩। সোমবার (১৩ নভেম্বর) চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ইঁদুর নিধন অভিযানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহান তাজিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারী সার্জন মো. আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভণ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, ইশরাত জাহান সুইটি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে ইঁদুর নিধনের বিষয়ে সংশ্লিষ্টদের দিক-দির্শেনামূলক পরামর্শ দেন।
0 comments: