ইউসুফ বিন হোছাইন, প্রতিনিধি চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ কামরুল ইসলাম শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে এস.আই কামরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ কর্তৃক তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জামান, চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাব উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলামসহ কমিউনিটি পুলিশংয়ের সদস্যবৃন্দরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং চকরিয়া উপজেলার সভাপতি আজিমুল হক আজিম ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু।
এ সম্মাননা পাওয়ায় এস.আই কামরুল ইসলাম চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
0 comments: