স্পোর্টস রিপোর্টার (চকরিয়া টাইমস) :
সদ্য সমাপ্ত ঢাকা তৃতীয় ক্রিকেট লীগে নিজদল চ্যাম্পিয়ন ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হওয়ায় চকরিয়ার কৃতি সন্তান সাঈদ হোসেন জয়কে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দিয়েছে চকরিয়া ক্রিকেট একাডেমি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চকরিয়া থানা সেন্টারস্থ নবাববাড়ি রেস্টুরেন্টে চকরিয়া ক্রিকেট একাডেমির সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে অতিথি ছিলেন চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট লুৎফর কবির, সংবর্ধিত কৃতি ক্রিকেটার জয়ের পিতা জামাল উদ্দিন জয়নাল, কোনাখালী ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম ও চকরিয়া ক্রিকেট একাডেমির প্রধান কোচ নূর মোহাম্মদ মামুন প্রমুখ।
0 comments: