চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ব্যানারে জেল হত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে শুক্রবার (৩ নভেম্বর) এক আলোচনা সভা চকরিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ (সিআইপি)।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুলসহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: