নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি বৃত্তি সংস্থা জমিয়তুল উলামার আয়োজনে ২০২৩ সালের মেধাবৃত্তি পরীক্ষায় তিনজন জিপিএ-৫সহ অভাবনীয় সাফল্য অর্জন করেছে চকরিয়া আন-নুর মাদরাসার শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠান থেকে সংস্থাটির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪জন শিক্ষার্থী। তন্মধ্যে দুইজন গোল্ডেন জিপিএ-৫, একজন জিপিএ-৫ এবং একজন এ গ্রেড পেয়ে চারজনই কৃতিত্বের সাথে মেধার স্বাক্ষর রাখে।
বৃত্তির ফলাফলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কৃতিত্বের স্বাক্ষর রাখা চার মেধাবি শিক্ষার্থীকে তাৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা সুপার মাওলানা আবদুল হামিদ নূরী।
এদিকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য অর্জনে নেপথ্য ভূমিকা রয়েছে; সেই সকল শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের এক শুভেচ্ছা বার্তায় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের পক্ষে চকরিয়া আন-নূর মাদরাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগি এইচ.এম এহসানুল হক। তিনি চকরিয়া আন-নূর মাদরাসার উত্তরোত্তর সফলতার এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।
0 comments: