নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া দারুল কুরআন মাদরাসার ইবতেদায়ী সমাপনী পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মাদরাসা সুপার মাওলানা আবুল মসরুর আহমদের সভাপতিত্বে ও হাফেজ ফয়েজ উল্লাহ’র সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. আজিজুল হক।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহবায়ক মো. নুরুল হুদা। এসময় ব্যাংক কর্মকর্তা রুহুল কাদের, তরুণ শিক্ষানুরাগি মো. কাইয়ুম, মো. রিদুয়ানসহ ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও অধ্যয়রত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পঞ্চম শ্রেণির বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: