চকরিয়া পৌর বাসটার্মিনালের কাঁচাবাজারে ডাচ বাংলা’র এজেন্ট ব্যাংক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালের কাঁচাবাজারে মেসার্স তাকরিম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ডাচ বাংলা ব্যাংক চকরিয়া শাখাধীন এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২০নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভা চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তীতুর সভাপতিত্বে ও ব্যাংকের সেলস ম্যানেজার ওমর ফারুকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক। 

এতে এজেন্ট ব্যাংকের নানামুখী সুযোগ সুবিধা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. এমরানুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার নির্বাহী অফিসার (পিএনও) মাসুদ মোরশেদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর নুরুস শফি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হানিফ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন, সিনিয়র সেলস ম্যানেজার আশফাকুর রহমান ও কক্সবাজারের এরিয়া ম্যানেজার চন্দন শর্মা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ আলমগীর মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাস্টার এজেন্ট মো. হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম ও কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল সওদাগর। 

সভা শেষে অতিথিবৃন্দ বর্ণিল ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ৮২১৫তম এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন করেন। এরআগে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সফলতা কামনা করে স্থানীয় আলেম-ওলামাদের অংশগ্রহণে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: