নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং আল-হেরা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক ও ডুলাহাজারার বিশিষ্ট সমাজসেবক মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা তারেক মনোয়ার।
এতে বিশেষ বক্তার আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা খন্দকার মাহবুবুল হক, তরুণ আলোচক মাওলানা আহমদুর রহমান আল আজাদ, মাওলানা দিদারুল ইসলাম রশিদী প্রমুখ।
আয়োজক কমিটির পরিচালক ডুলাহাজারা ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য রফিক আহমদের পরিচালনায় এবং ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
0 comments: