নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চকরিয়ায় স্বাগত মিছিল বের করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।
মিছিলটি থানা সেন্টার এলাকা থেকে শুরু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম প্রদক্ষিণ করে পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় মহিলা আওয়ামী লীগের উপজেলা ও পৌরসভাসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: