নিজস্ব প্রতিবেদক :
সোমবার (১৩ নভেম্বর) উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।
অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে একাধিক নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরাঞ্জামাদিকসহ সেলাই মেশিন তুলে দেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিম হোসেন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী বলেন, সমাজের অবহেলিত নারীদের কর্মমূখি করার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে সেলাই মেশিন দিয়েছেন। আজকের নারীরা সেটিকে কাজে লাগিয়ে নিজেদেরকে একজন স্বাবলম্বী নারী হিসেবে সমাজে উপস্থাপন করতে সক্ষম হবেন। তাই এ ধরনের উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে “শেখ হাসিনা সরকার, বারেবারে দরকার” উল্লেখ্য করে তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
0 comments: