নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত সদস্য মুদাব্বিরুল ইসলাম একক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সমন্বিত সাংস্কৃতিক সংসদ আয়োজিত সেরাদের সেরা-২০২৩ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অভিনয় “ক” গ্রুপে চট্টগ্রাম বিভাগের অডিশন সম্পন্ন হয়।
এতে “ক” গ্রুপে প্রথম হওয়ার মধ্যদিয়ে জাতীয় পর্যায়ের অংশগ্রহণের জন্য উন্নীত হয় ক্ষুদে অভিনেতা মুদাব্বির। তার এই কৃতীত্বপূর্ণ সাফল্যের নেপথ্যে ভূমিকা পালন করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর অভিনয় বিভাগের প্রশিক্ষক আবু তৈয়ব আজাদ।
বিভাগীয় অডিশনের অভিনয় প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা জাকারিয়া হাবিব পাইলট।
এদিকে প্রবালের সদস্য মুদাব্বিরুল ইসলাম অভিনয়ে বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক মো. আবদুল গফুর। তিনি তার উত্তরোত্তর সফলতা কামনা করে জাতীয় পর্যায়েও এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছেন।
0 comments: