নিজস্ব প্রতিবেদক :
“শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ র্যালি ও আলোচনার মাধ্যমে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
মাদরাসা সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ কাউচারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক ক্বারী মাওলানা মোহাম্মদ উল্লাহ ছাদেকী, মাওলানা নুরুল মোস্তফা ও শিক্ষিকা সালমা আকতার।
এসময় মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত এবং জীবিত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল মোস্তফা।
0 comments: