নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরে সাবেক ছাত্রনেতা ক্রীড়ানুরাগি মাহমুদুল করিম প্রদত্ত ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াছ সাঈদীর সার্বিক সহযোগিতায় আন্তঃওয়ার্ড ফুটবল লীগ-২০২৩ শুরু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তরুণ শিক্ষাবিদ প্রভাষক ইনজামামুল হক বাহরাইন। খেলা শুরুর আগে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।
উদ্বোধনী খেলায় ম্যানচেষ্টার সিটি ইসলামনগরের মুখোমুখি হয় ইন্টার মিয়ামি ইসলামনগর। খেলায় গোল শূণ্য হওয়ায় ম্যাচ ড্র হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. রিয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন কৈয়ারবিল ইউপি’র সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, ব্যাংক কর্মকর্তা আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. ফখরুল ইসলাম, তরুণ শিক্ষাবিদ প্রভাষক মো. মাহফুজুল করিম, ইঞ্জিনিয়ার আবু ইউছুফ, মাস্টার সরওয়ার কামাল ও শ্রমিক নেতা মো. ইসমাইল। এসময় মিজান, এস.এম নোমান, রুবেলসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: