নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপি চেয়ারম্যান আধ্যাত্মিক সাধক সর্বজন শ্রদ্ধেয় মাওলানা বদিউল আলমের বড় জামাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর সাবেক বিভাগীয় প্রধান ডক্টর এস.এম রফিকুল আলমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩অক্টোবর) দুপুর দুইটায় মরহুম প্রফেসরের নিজ গ্রামেরবাড়ি পেকুয়া উপজেলার পাশ্ববর্তী উপজেলা বাঁশখালীর শীলকূপে খতিমা পুকুরপাড় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের শ্বাশুর বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা বদিউল আলম।
বিশাল নামাযে জানাযায় অংশগ্রহণ করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, পৌর মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসেন, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর প্রফেসর গিয়াস উদ্দিন তালুকদার, মরহুমের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগসহ বিভিন্ন বিভাগের সহকর্মী-শিক্ষার্থী এবং উপজেলার বিশিষ্টজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রফেসর ডক্টর এস.এম রফিকুল আলম সোমবার (২অক্টোবর) চট্টগ্রামস্থ নিজবাসায় ভোরে ফজরের নামাযরত অবস্থায় হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে বিষয়টি পরিবারের লোকজন অবগত হলে তাঁকে চট্টগ্রাম শহরের বেসরকারি ক্লিনিক ন্যাশনাল হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
0 comments: