নিজস্ব প্রতিবেদক :
“আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিসচা চকরিয়া উপজেলার শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
রোববার (২২অক্টোবর) সকালে নিসচা চকরিয়া উপজেলা সভাপতি সোহেল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনাতয়নে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার নির্বাহী অফিসার মো. মাসউদ মোরশেদ।
এসময় পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরস শফি, নারী কাউন্সিলর রাশেদা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, আনজুমান আরা বেগম, নিসচা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সহ-সম্পাদক সুধীর চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক রানা, কার্যকরী সদস্য জগদীশ বড়ুয়া, সবুজ বড়ুয়া, মিজানুর রহমান, তারেক উদ্দীন, সুজন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক এম. রিদুয়ানুল হক। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইসফাতুল ইসলাম।
পরে নিসচা চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আলমগীর চৌধুরী ও বিশেষ অতিথি পিএনও মাসউদ মোরশেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ।
0 comments: