নিজস্ব প্রতিবেদক :
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে “ক” গ্রুপে কৃতিত্বের স্বাক্ষর রাখায় কক্সবাজারের প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত সদস্য তিন কৃতি শিল্পীকে সংবর্ধনা দিয়েছে প্রবাল পরিবার।
সংবর্ধিত শিল্পীরা হলেন- মুদাববিরুল ইসলাম (অভিনয়ে প্রথম), মাহিয়া নূর (অভিনয়ে দ্বিতীয়) ও আবদুল্লাহ আল মাসুম (গানে দ্বিতীয়)।
শুক্রবার (২০অক্টোবর) সকাল এগারোটায় প্রবাল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে পরিচালক মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও শিল্পী আসাদ বিন হোসাইন নাজাতের সঞ্চালনায় কৃতীত্বের স্বীকৃতি হিসেবে উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শাহজালাল শাহেদ, অভিনয় বিভাগের প্রশিক্ষক শিল্পী আবু তৈয়ব আজাদ ও আবৃতি বিভাগের প্রশিক্ষক শেফায়েত হোসেন।
এসময় প্রবালের সহকারী পরিচালক ইয়াছিন আরাফাত, প্রশিক্ষণ সম্পাদক মোবারক হোসাইন, সাবেক সংগঠক মো. মিনার উদ্দিনসহ অভিভাবক-অভিভাবিক এবং একঝাঁক শিশু-কিশোর শিল্পীরা উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে মিষ্টান্ন পরিবেশন করা হয়।
0 comments: