তানিয়া আফরিন এখন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি কন্যা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন। 

গত (মঙ্গলবার ১০অক্টোবর) জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে চেয়ারম্যান শাহিন তিনি তাঁর চিকিৎসাজনিত বিষয়ে গত সোমবার ৯অক্টোবর থেকে আগামী ২নভেম্বর পর্যন্ত দেশের বাইরে ভারতে অবস্থান করার কথা কারণ হিসেবে উল্লেখ্য করেন। 

তাঁর এই দীর্ঘ ২৫দিনের অনুপস্থিতকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান-১ ও চকরিয়া সিটি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তানিয়া আফরিন। 

সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিনা আফরিন- অর্পিত মহান এ দায়িত্ব যথাযতভাবে পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: