বার্তা পরিবেশক :
কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখা, কক্সবাজার জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, বিআরটিএ'র সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, রোডস্ এন্ড হাইওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুনসি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর।
0 comments: