নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ডুলাহাজারায় ২টি অবৈধ স'মিল উচ্ছেদ করেছে। একই সাথে মাতামুহুরি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ২টি শ্যালুমেশিনসহ পাইপ জব্দ করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) উপজেলার ডুলাহাজারায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি মামলায় ৬০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করে।
এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
চার ঘন্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও আনসার বাহিনী অংশ নেন।
0 comments: