চকরিয়ায় পাঁচদিনের শেখ হাসিনা বই মেলা শুরু

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চকরিয়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে পাঁচদিনের শেখ হাসিনা বই মেলা-২০২৩। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।

পাঁচ দিনব্যাপী শেখ হাসিনা বই মেলার মুখপাত্র কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে ও আহবায়ক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলার সদস্য সচিব তানভীর আহমদ সিদ্দিকী তুহিন। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। 

এসময় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আলমগীর চৌধুরীসহ দেশ বরেণ্য কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে অসামান্য লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজনদের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। 

পাঁচ দিনব্যাপী এ মেলায় ১১টি স্টলে বরেণ্য কবি-সাহিত্যিকদের লেখায় প্রকাশিত পাঠকপ্রিয় অগণিত বইয়ের সমাহার ঘটে। 

উল্লেখ্য, প্রতিদিন এ মেলা চলবে দুপুর দুইটা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিনই রয়েছে অতিথি ও স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় বিনোদনমূলক পরিবেশনা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: