চকরিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রশিকার শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক :

মানবিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চকরিয়া জোনের আয়োজনে চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান স্থানীয় আইসিডিডিআরবি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল চারটায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক রফিকুল কাশেম।

চকরিয়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক অশোক কুমার সুরের সার্বিক তত্ত্বাবধানে ও বাঁশখালী বিভাগীয় ব্যবস্থাপক সজল কান্তি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রশিকার উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ও চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন।

সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে- দেশে বড় ধরনের দুর্যোগে প্রশিকার মানবিক কার্যক্রমে অকল্পনীয় ভূমিকা নিয়ে ভূয়সি প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, প্রশিকা একটি মানবিক প্রতিষ্ঠান। সারা দেশে এর উন্নয়নমূলক কার্যক্রম বিদ্যমান। তিনি বিশেষ অতিথির বক্তব্যের দাবির প্রেক্ষিতে চকরিয়ায় প্রশিকার মানবিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিজস্ব জমিতে একটি স্থায়ীভাবে দাপ্তরিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বর্তমানে প্রশিকা শিক্ষা প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। মেধা নির্ভর জাতি গঠনে কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে এগিয়ে আসছে প্রশিকা। অসহায় ও অসচ্ছল পরিবারের অর্থাভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষা দীক্ষায় অগ্রসর করে রাখতে অর্থ সহায়তা তথা শিক্ষা বৃত্তি চালু করেছে। যার সুযোগ সুবিধার সুফল বর্তমানে অসংখ্য শিক্ষার্থীরা ভোগ করছেন। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরক্ষরমুক্ত শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে; তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী শিক্ষার্থীদের অভিভাবক ও প্রশিকা কর্মকর্তাদের প্রতি এ আহবান জানান।

পরিবেশ আজ চরম বিপর্যয়ের মুখে উল্লেখ করে প্রশিকা প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশিকা বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। যা সারা দেশে পর্যায়ক্রমে এ কর্মসূচি চলবে। তিনি প্রশিকায় কাজ করতে আগ্রহীদের উদ্দেশ্য বলেন, যারা চাকরি করতে ইচ্ছুক তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত স্থানেই কর্মস্থানের সুযোগ দিতে বাধা নেই। এ ক্ষেত্রে প্রশিকার নিয়োগ বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে হবে।

পরে অতিথিবৃন্দ চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও মেধাবী ৫জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন।

অনুষ্ঠান শেষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে কক্সবাজার জেলার ঈদগাঁও, পেকুয়া, মহেশখালী ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশিকার মানবিক উন্নয়ন এলাকা ঘোষণা ও নতুন শাখা অফিস উদ্বোধন করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: