প্রবালের নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজারের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন প্রবাল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ১২ই রবিউল আউয়াল উপলক্ষে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রবালের পরিচালক শিল্পী আবদুল গফুরের সভাপতিত্বে ও অফিস সম্পাদক শিল্পী ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শোয়াইব বিন হাবিব। 

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক শাহজালাল শাহেদ, কক্সবাজার অনির্বান শিল্পী গোষ্ঠী পরিচালক শিল্পী মিনার উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক কবি সাদ্দাম হোসেন ও শিল্পী সাইফুল ইসলাম।  

এসময় প্রবালের সাবেক সংগঠক শিল্পী আবু তৈয়ব আজাদ, শিল্পী শেফায়েত হোসেন প্রমুখ ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমসহ বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: