নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের কলাতলী একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি কামাল হোসেন আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসএস কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহম্মদ কামরুল ইসলাম।
তিনি বলেন, সারাদেশে আজ সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে। সুন্দর বস্তুনিষ্ঠ লেখনিই পারে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে সকল অন্যায় ও অপরাধের ভিত ভেঙ্গে দিতে। উৎসাহিত উদ্ভুদ্ধ করতে পারে সকল ভালো কাজের। তাই সাংবাদিকদের অধিকার আদায়ে ৪২ বছরের ঐতিহ্যকে ধারণ করে জাতীয় সাংবাদিক সংস্থার অভীষ্ট আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহজাহান মোল্লা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খায়রুল ইসলাম।
এসময় কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি ও দৈনিক কক্সবাজার বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আল আমীন, সহ-সভাপতি শেফাইল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন সাঈদ, সাস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান রাজু, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ, পেকুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল, সরওয়ারুল ইসলাম, সমুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
0 comments: