শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ শাহীন ইমরান।
উদ্বোধনী খেলায় কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। চকরিয়া উপজেলা টিমের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ) সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার মো. মাঈন উদ্দিন মিলকিসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
0 comments: