চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ২০২৩সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল এগারোটায় মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা আফম ইকবাল হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলিম পরীক্ষার্থী হাফেজ আবদুল কাইয়ুম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা শফিউল হক জিহাদী।
দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান ও সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী।
আলিম পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল আশরাফী ও সুইটি আকতার রাইভি। এছাড়া পরীক্ষার্থী আক্কাস উদ্দিন হামদে বারী তা'আলা ও আবু হানিফ নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ হোসাইন, সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিনসহ মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষক ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: