নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ আগস্ট) অনুষ্ঠিত মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা জামায়াত নেতা দেলোয়ার হোসেন।
এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরী সংগঠনিক থানা আমীর মুহাম্মদ ফরিদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, মাতামুহুরী থানা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মুসা ইবনে হোসাইনসহ উপজেলা ও স্থানীয় শাখার সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল বিরোধীদলীয় নেতাকর্মী ও আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজ সারাদেশে আওয়াজ উঠেছে কেয়ারটেকার সরকারের পক্ষে; তাই অনতিবিলম্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু ও সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ সকল পণ্য সামগ্রি উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, সারাদেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সভা সমাবেশের উপর অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দেশের সকল অফিসসমূহ খুলে দেওয়ার আহবান জানান।
0 comments: