নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার হারবাংয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে শিক্ষার্থীসহ দুইজন। আহত হয়েছে চারজন। তন্মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার (১৮জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং ৮নং ওয়ার্ডের বাদলাশাহ দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের (চট্টমেট্রো ১২-০৬৬৯) পেছনে ধাক্কায় দেয় কক্সবাজার অভিমুখী বিসমিল্লাহ পরিবহন নামে একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৬)। এতে ঘটনাস্থলে টিপু সুলতান (২২) নামে একজন শিক্ষার্থী মারা যায়। নিহত টিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের জামাল মিয়া ছেলে। অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তাৎক্ষণিক তার পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তন্মমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাস্থলে সংশ্লিষ্ট পুলিশ হতাহতদের পরিচয় সনাক্তে কাজ চালিয়ে যাচ্ছেন।
0 comments: