নিজস্ব প্রতিবেদক :
শ্রেষ্ঠ সফল মৎস্য চাষির সম্মাননা পেয়েছেন চকরিয়ার পূর্ব বড়ভেওলার তরুণ শিল্প উদ্যোক্তা রাইসা মৎস্য খামার এন্ড ডেইরী ফার্মের স্বত্ত্বাধিকারী মো. আলাউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (২৫ জুলাই) সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় চকরিয়ার আয়োজনে চকরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সপ্তাহব্যাপি কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে তিনি কার্প, তেলাপিয়া ও পাঙ্গাস চাষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ সফল মৎস্য চাষির পুরস্কার লাভ করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি চকরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা শেষে আনুষ্ঠানিকভাবে সফল মৎস্য চাষি আলাউদ্দিন চৌধুরীর হাতে সনদপত্রসহ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফারহান তাজিম। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিনসহ মৎস্য সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 comments: