নিজস্ব প্রতিবেদক:
বুধবার ও বৃহস্পতিবার (১২ ও ১৩ জুলাই) অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করে।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন ও চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে জাতীয় শিশু প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: